Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    কালিগঞ্জের ছালাভরা ব্রিজ তো নয় বিষফোঁড়া ||তিব্র যানযটে অতিষ্ঠ যাত্রী সাধারন||খুলনার খবর২৪

    ছবি-সংগৃহিত
    খুলনার খবর২৪|| বিশেষ প্রতিনিধি||  খুলনা-কুষ্টিয়ার ব্যস্ততম মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জের নির্মাণাধীন ছালাভরা ব্রীজটি সকাল কিংবা সন্ধ্যা গাড়ি চালক আর যাত্রীদের বাড়তি চিন্তার কারন। কখন তারা পার হবেন আলোচিত সেই ব্রিজটি দিয়ে। ব্রিজটি যেন সকলের ভীতির কারন হয়ে দাড়িয়েছে।কেননা একটু রাত হলেই দক্ষিণবঙ্গের মালবাহী হাজার হাজার ট্রাকের চাপে অন্ধকারের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকবে ভয়াবহ যানজট। তখন আর রক্ষা নেই। অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা।এখান থেকে বের হওয়ার বিকল্প পথও নেই।ফলে দুর্বিসহ সময় কাটাতে হবে গাড়ীর লোকজন আর দুরপাল্লার যাত্রীদের। এ চিত্রটি যেন নিত্যদিনের।দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি নির্মানের কাজ চলছে ফলে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।


    ছবি-সংগৃহিত
    যানজটমুক্ত মহাসড়কের জন্য এ ব্রীজটির পাশেই বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করা দরকার ছিল। কিন্ত তা না করে সরু বেইলী ব্রীজ নির্মান করা হয়েছে।বাইপাস করা সম্ভব হয়নি কারন নির্মাণাধীন ব্রীজটির দুপাশেই ৩০ ফুট গভীর খাল।যে কারনে নির্মানাধীন ব্রীজের ওপরই সরু বেইলী ব্রীজ নির্মান করা হয়েছে। এ ব্রীজের ওপর দিয়েই চলছে সব ছোট বড় যানবাহন।
    ব্রীজটির একপাশের গাড়ি যাতায়াতের জন্য ছেড়ে দিলে অন্যপাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।ফলে দির্ঘক্ষন অপেক্ষায় থাকা ড্রাইভার, যাত্রী ও সাধারন পথচারী ও অতিষ্ঠ হয়ে ওঠে।


    ছবি-সংগৃহিত
    ব্রীজের দু’ধারে অপেক্ষায় আছে বেইলী ব্রীজ পার হওয়ার জন্য শতশত যানবাহন। কিন্ত কিছু যানবাহন নিয়ম ও লাইন ভেঙে বিশৃংখলার মধ্যদিয়ে আগে উঠার চেষ্টা করার কারনে যানজট প্রকট আকার ধারন করছে।পরিবহনের ড্রাইভার জানান, তারা সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনায় গিয়েছিলেন। এরপর বিকালে খুলনা থেকে ফিরতে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্ত মহাসড়কের কালীগঞ্জের ছালাভরা ব্রীজটি জন্য ভয়াবহ যানজটের শিকার হয়ে রাস্তায় পড়ে আছেন।এমন অবস্থা প্রায় প্রতিদিনই ঘটছে। কোন কোন দিন যাত্রী বোঝাই গাড়ি নিয়ে গভীর রাত পর্যন্ত গাড়ির লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।কোন কোন রাতে যানবাহন ১৫/২০ কিঃমিঃ পর্যন্ত লম্বা লাইনে দাড়িয়ে থাকে।তবে অতিদ্রুত ব্রিজের নির্মান কাজ শেষ করে এর থেকে মুক্তি পাবে সবাই।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad