Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বাগেরহাটের শিকদার বাড়ি পুজায় এবারও চমক|| ৮০১টি প্রতিমা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||  এবারের দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা তৈরি করে চমকের আয়োজন করা হয়েছে।
    বাংলাদেশে বৃহত্তম পুজা মন্ডপ বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ। প্রতিবছরই প্রতিমার সংখ্যার দিক দিয়ে দেশের সেরা বা বৃহত্তম মণ্ডপ তৈরি হয় শিকদার বাড়িতে। ভক্তবৃন্দ এই মণ্ডপকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মণ্ডপ বলে দাবি করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবার ৮০১টি প্রতিমা নিয়ে দেশের সব থেকে বড় আয়োজন করছে শিকদার বাড়ি পূজামণ্ডপ।

    পূজা মণ্ডপে রয়েছে অতিথিদের আগমনের প্যান্ডেল ও সাংস্কৃতিক সন্ধ্যার জন্য মঞ্চ।মণ্ডপে থাকছে চোখ ধাঁধানো আলোক সজ্জা, ক্লোজ সার্কিট ক্যামেরা, ও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা, দর্শনার্থীদের আপ্যায়ন, সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাসহ নানা আয়োজন।
    বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে ২০১১ সাল থেকে এই বড় আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে প্রতিমার সংখ্যা হয় ৬৫১টি। ২০১৮ সালে তা পৌঁছায় ৭০১টিতে। এবার সেই সংখ‌্যা দাঁড়ালো ৮০১টিতে।
    আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার জানান, এ বছর আমার বাবা মারা গেছেন।তার ইচ্ছা ছিল গেল বছরের থেকে ১০০টি প্রতিমা বেশি করা হোক। সেই অনুযায়ী এ বছর ৮০১টি প্রতিমা তৈরি হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad