ডুমুরিয়ায় গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক || খুলনার খবর ২৪||
ছবি সংগৃহিত |
খুলনার খবর ২৪||খুলনার ডুমুরিয়া উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় তাদেরকে পৃথকভাবে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জহুরুল ইসলাম (২২) ও মোঃ বেল্লাল গাজী (৩০)।
উভয়ই সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রাজাপুর গ্রামের বাসিন্দা।জহুরুল ইসলাম মুনসুর আলী গাইনের ছেলে ও মোঃ বিল্লাল গাজী মোঃ রজব আলী গাজীর ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন চুকনগর-সাতক্ষীরা রোডের আঠারো মাইল সংলগ্ন কাঞ্চনপুর গ্রামস্থ পোড়াবাড়ীর মোড় থেকে তাদের আটক করা হয়েছে। এসময় মোঃ জহুরুল ইসলামের কাছ থেকে পাঁচশ গ্রাম ও মোঃ বিল্লাল গাজীর কাছ থেকে চারশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.