মংলায় অবৈধ বালুর পাইপে প্রান নিলো যুবকের ||খুলনার খবর ২৪ ||
খুলনার খবর ২৪| রাস্তার উপরে অবৈধ বালুর পাইপের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল উল্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহতের নাম রাজু হাওলাদার (২৫)। সে মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা ও আজিজ হাওলাদারের ছেলে। নিহত রাজু মোংলা বন্দর জেটিতে মার্চেন্টের সর্দার হিসেবে কাজ করতেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাজু রাত সাড়ে ৯ টার দিকে শহর থেকে মাদ্রাসা রোড হয়ে মিয়াপাড়ার বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে পৌরসভার মাদ্রাসা রোডের উপর বসানো অবৈধ বালুর পাইপে ধাক্কা লেগে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে সে। আর গাড়ীটি ছিটকে যায় প্রায় ৫০ গজ দূরে। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মলয় মল্লিক বলেন, নিহত রাজুর মাথায় আঘাতে প্রচন্ড রক্ত ক্ষরণে দুর্ঘনাস্থলেই মারা যান।
No comments
please do not enter any spam link in the comment box.