Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    রামপাল,বাগেরহাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ ||নিহত ৩ || আহত ১ ||খুলনার খবর ২৪


    প্রায় প্রতিদিনই সড়কে ঝরছে তাজা প্রান।এর শেষ কোথায়,সমাধানই বা কি?
    খুলনার খবর ২৪||বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। 
    গতকাল মঙ্গলবার দুপুরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  
    নিহত ট্রাক চালকের নাম মো. ইয়াসিন হোসেন আনসারী (২২)। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
    রামপাল স্থানীয়রা জানান, গতকাল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে নস্ঠ হওয়া একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ট্রাকের হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এবং চালক পাশে দাঁড়িয়েছিল। এসময় পাথরবোঝাই আরেকটি ডাম ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক ও হেলপার এবং ডাম ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
     অপর গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad