সৎ মার আক্রোশের বলী হলো ৭ বছরের শিশু || খুলনার খবর ২৪ ||
খুলনার খবর ২৪||বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে সিয়াম (৭) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।অভিযোগ উঠেছে তারই সৎ-মার বিরুদ্ধে।
নিখোঁজের দুইদিন পর গতকাল(মঙ্গলবার) সকাল ৭টার দিকে নিজ বাড়ির একটি আবর্জনার গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৎমা ফেরদৌসী বেগমকে (২৮) আটক করা হয়েছে।
নিহত শিশু সিয়াম বদনিভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ছেলে। সে স্থানীয় বিএস রহমাতিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর বাবা মিরাজ মোল্লা জানান, তার প্রথম সংসারের ছেলে সিয়াম গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা থেকে এসে দাদীর সঙ্গে বসে খাবার খায়। পরে তার দাদী সালেহা বেগম পার্শ্ববর্তী পাঠামারা গ্রামে ছোট মেয়ের বাড়িতে যান। পরে সিয়াম তার দাদীর সঙ্গে যেতে না পেরে কান্নাকাটি করে। এ সময় তার সৎমা ফেরদৌসী ঘরে থাকা শিলপাটা দিয়ে সিয়ামের পিঠে ও মাথায় আঘাত করে। তার কান্নার শব্দ যাতে বাইরে যেতে না পারে এজন্য গেঞ্জি মুখের মধ্যে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ঘরের সামনে টয়লেটের পাশে ময়লা আবর্জনার একটি গর্তে মরদেহ ঢেকে রাখে।
গতকাল মঙ্গলবার তার বোনের ছেলে টয়লেটে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু সিয়ামকে রোববার তার সৎমা হত্যা করে মরদেহ টয়লেটের পাশে গর্তের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় সৎমা ফেরদৌসী বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.