Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চলে গেলেন না ফেরার দেশে ||খুলনার খবর ২৪

    চলে গেলেন না ফেরার দেশে,সাংবাদিক সুবীর রায়।

    খুলনার খবর ২৪||খুলনা প্রেসক্লাবের ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, স্বজন সাংবাদিক ফোরাম খুলনার আহ্বায়ক সাংবাদিক সুবীর রায় গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কোলকাতার নারায়নী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

     তার অকাল মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad