সাতক্ষীরা শ্যামনগরে মটরসাইকেল ও ট্রলি ভ্যানের সংঘর্ষ || নিহত ১||আহত ২ ||খুলনার খবর ২৪
খুলনার খবর ২৪|| শ্যামনগরে মটর সাইকেল ও ট্রলি ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোস্তাফিজুর রহমান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক শ্যামনগর উপজেলার সৈয়দআলীপুর গ্রামের আবু মুছার ছেলে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার চালতেঘাটা ব্রিজ সংলগ্ন শ্যামনগর-কালিগঞ্জ সংযোগ সড়কে ঐ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত দুই জন একই গ্রামের কবির ও হাফিজুর।
প্রত্যক্ষদর্শীর মতে জানা যায় মোস্তাফিজুর রহমান তার দুই বন্ধুকে নিয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরে ফেরার পথে বিপরীত দিক হতে আসা ট্রলি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঐ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত তিন মটর সাইকেল আরোহীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.