খুলনা জেলায় ৯৯০টি মন্ডপে দূর্গাপূজা অনুস্ঠিত হবে|| খুলনার খবর ২৪
শুধু খুলনা মহানগরীতেই ১২৯টি মন্ডপে এবার দূর্গাপূজা অনুস্ঠিত হবে।
খুলনার খবর ২৪|| এবছর খুলনা জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৯৯০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১২৯টি এবং জেলার বাকি উপজেলায় ৮৬১টি পূজামন্ডপ।
খুলনা জেলা প্রশাসক বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করা হবে। পূজার সময় পটকা বাজি না করা, নামাজের সময় মাইক না বাজানো, উঠতি বয়সী ছেলেদের বেপরোয়া মটর সাইকেল চালানো নিয়ন্ত্রণ, জুয়া বা মাদকের আসর না বসানো, নারীদের ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্যও সকল পূজা উদযাপন পরিষদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
মহানগরীর ৮টি থানায় ১২৯টি পূজামন্ডপ রয়েছে। এর মধ্যে সদর থানা ২৫টি, সোনাডাঙ্গা থানায় ১১টি, খালিশপুর থানা এলাকায় ১১টি, দৌলতপুরে ২২টি, খানজাহান আলী থানা এলাকায় ১১টি, হরিণটানা এলাকায় ৬টি, লবণচরায় ১০টি ও আড়ংঘাটা থানা এলাকায় ৩৩টি পুজামন্ডপ রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.