খুলনায় চিকিৎসকদের ২ঘন্টা কর্মবিরতি|| বিক্ষোভ সমাবেশ ||খুলনার খবর ২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর ২৪|| খালিশপুর ক্লিনিকের ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যুর অভিযোগে চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল খুলনায় দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। পরে নগরীর সাতরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকরা।
এই দুই ঘণ্টা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সব ধরনের সেবা বন্ধ রাখা হয়। বিশেষ করে হাসপাতালের প্যাথলজি বিভাগ, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ায় দুর্ভোগের শিকার হন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ভোগেরর চিত্র ছিলো সবচেয়ে বেশি।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর নগরীর খালিশপুর ক্লিনিকে ভুল চিকিৎসায় সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রিপন মারা যায় বলে পরিবার অভিযোগ করে। এ সময় অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক সুজাউদ্দিনকে লাঞ্ছিত করে রোগীর স্বজনরা। এর প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
No comments
please do not enter any spam link in the comment box.