আগামী ১০ই সেপ্টেম্বর পবিত্র আশুরা পালিত হবে ||খুলনার খবর ২৪
আগামী ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
খুলনার খবর ২৪||বাংলাদেশের আকাশে গতকাল শনিবার সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে।রোববার(আজ) হিজরী নববর্ষ, ১৪৪১ সালের প্রথম দিন।আজ সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে।স্কুল,কলেজ ও সরকারী বে-সরকারী, ব্যাংক সহ বিভিন্ন প্রতিস্ঠান বন্ধ আছে।
এই হিসেবে আগামী ১০ মহররম হবে, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
হিজরী ৬১ সনের ১০ই মহররম কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী রাসূল (সা.) এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হুসাইন (রা.) কে হত্যা করে। এ কারণে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি শোকের দিন হিসাবে পালন করেন।এছাড়াও আরো কিছু তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের কাছে।
আশুরা উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.