কুমারখালী-যদুবয়রা সেতু উদ্বোধন ||প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ || খুলনার খবর ২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর ২৪|| কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘ প্রতিক্ষিত গড়াই নদীর ওপর (কুমারখালী–যদুবয়রা) সংযোগ সেতুর উদ্বোধন হয়েছে গতকাল রবিবার ।
গড়াই নদীর ওপর কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
সভাপতির বক্তব্য দেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান অরুন।
গড়াই নদীর ওপর নির্মিত কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। ৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যায়ে ৬৫০ মিটার দৈঘ্য পিসি গার্ডার সেতুটি ওয়াকওয়েসহ ৯ দশমিক ৮০ মিটার চওড়া করা হবে। এ ছাড়াও সেতুটির দুই পাড়ে মোট ৮০০ মিটার দৈঘ্য এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। নেশনটেক কমিউনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে সেতুটির নির্মাণ কাজ করছে। ২০১৯ সালের ১৭ এপ্রিল কাজের ওয়ার্ক অর্ডার পেয়ে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান টেস্ট পাইলিংয়ের কাজ শুরু করেছে।২১ সালের ২৫ অক্টোবর সেতুটির নির্মাণ কাজ সমাপ্তির কথা রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.