Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ||খুলনার খবর ২৪||


    খুলনার খবর ২৪||খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

    গতকাল বুধবার বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩এর বিচারক মোঃ মহিদুজ্জামান এই গণধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন। একইসাথে অপর ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সকল আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

    মামলার বিবরনীতে  জানা যায়,২০০৯ সালের ১৫ নভেম্বর রাত ৭টার দিকে খালিশপুর থানাধীন বাস্তুহারা কলোনীর ৯ নং রোডের বাসিন্দা মোঃ ইমাম হোসেনের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে যেয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির পিতা ইমাম হোসেন রাতেই খালিশপুর থানায় এ ঘটনায় একটি জিডি করেন। পর দিন বেলা ৩টার দিকে মাদ্রাসার খাদেম কুদ্দুস আফসানা মিমির লাশ বাস্তুহারা দীঘিতে ভাসতে দেখতে পান এবং ইমাম হোসেনকে খবর দেন। এ ঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যাতে অজ্ঞাতদের আসামি করা হয়। অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ইমাম হোসেন এজহারে উল্লেখ করেন, এলাকার কালা বাবুল, কাদের ও এমদাদসহ অন্যান্যরা তার মেয়ে আফসানা মিমিকে উত্ত্যক্ত করত।


    রায়ে মৃত্যুদন্ড  প্রাপ্তরা হলেন- বাস্তুহারা কলোনীর বাসিন্দা মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোঃ বাবুল হাওলাদার (৩৮)ও একই এলাকার বাসিন্দা সাদেক হোসেনের ছেলে এমদাদ হোসেন (৩৭)।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad