খুলনার খবর ২৪||খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩এর বিচারক মোঃ মহিদুজ্জামান এই গণধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন। একইসাথে অপর ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সকল আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরনীতে জানা যায়,২০০৯ সালের ১৫ নভেম্বর রাত ৭টার দিকে খালিশপুর থানাধীন বাস্তুহারা কলোনীর ৯ নং রোডের বাসিন্দা মোঃ ইমাম হোসেনের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে যেয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির পিতা ইমাম হোসেন রাতেই খালিশপুর থানায় এ ঘটনায় একটি জিডি করেন। পর দিন বেলা ৩টার দিকে মাদ্রাসার খাদেম কুদ্দুস আফসানা মিমির লাশ বাস্তুহারা দীঘিতে ভাসতে দেখতে পান এবং ইমাম হোসেনকে খবর দেন। এ ঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যাতে অজ্ঞাতদের আসামি করা হয়। অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ইমাম হোসেন এজহারে উল্লেখ করেন, এলাকার কালা বাবুল, কাদের ও এমদাদসহ অন্যান্যরা তার মেয়ে আফসানা মিমিকে উত্ত্যক্ত করত।
No comments
please do not enter any spam link in the comment box.