ভয়ংকর আকৃতির বাছুর প্রসব ||খুলনার খবর ২৪ ||
ছবি সংগৃহিত |
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শুক্রবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মকবুল হোসেনের ছেলে মোতালেব হোসেনের একটি গৃহপালিত গরু বাচ্চা প্রসব করে। প্রসব করা বাছুরটির মাথা দেখতে রাক্ষস আকৃতির হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখতে মানুষের ঢল নামে। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই বাছুরটি মারা যায়।
বাছুরটির পা ও শরীর গরুর মতোই হয়েছে। সাধারণত জন্মগত ক্রটির কারণে এ ধরনের বাচ্চা প্রসব হয়ে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই জন্মের পরই মারা যায়।
No comments
please do not enter any spam link in the comment box.