খুলনার মজিদ সরনিতে দিনে দুপুরে কুপিয়ে হত্যা ||খুলনার খবর ২৪ ||
খুলনার খবর ২৪||খুলনায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে মহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সুজুকি মটরসাইকেল শো রুমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মহিদুলের বাড়ি বটিয়াঘাটার জলমা ইউনিয়নে
তার পিতার নাম মো. শওকত। পেশায় ব্যবসায়ী। তিনি খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমানের চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, সুজুকি মটরসাইকেল শো রুমে নিহত মহিদুলসহ চার জন এসেছিলেন। তিনজন শো রুমের ভেতরে যান,আর মহিদুল বাইরে ছিলেন। এসময় হঠাৎ কে বা কারা এসে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেখে যায়। মহিদুল ঘটনাস্থানেই মারা যান। ভেতরে থাকা অন্যরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান মহিদুল ইসলাম। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.