মহিদুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ||আটক ২ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা মহানগরীতে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল মহিদুল ইসলাম (২৭)কে। হত্যায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বুধবার রাতে সোনাডাঙ্গা মডেল থানায় নিহতের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এজারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাডাঙ্গা সাত্তার বিশ্বাস (খোকন কমিশনারের গলি)সড়কের জলিল হোসেনের ছেলে সাগর (১৯) ও একই এলাকার তুহিন শেখের ছেলে আশিক (১৯)।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থেকে ৩/৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় পেয়েছে পুলিশ।
অন্যদিকে হত্যার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সুমনসহ অপর আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের আসল রহস্য জানতে পারেনি পুলিশ।
No comments
please do not enter any spam link in the comment box.