খুলনা কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সিটি মেয়র ||খুলনার খবর ২৪||
ছবি সংগৃহিত |
গতকাল রবিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় খুলনা কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিটি মেয়র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পুনর্মিলনী অনুষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। নিজ নিজ নৈতিক মূল্যবোধ উন্নীত করে পরিবার ও দেশের ভাবমূর্তী উজ্জ্বল করার জন্য সিটি মেয়র শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা বিস্তারে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় দেশে সাইত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় খুলনা কলেজিয়েট স্কুলেও একটি চারতলা ও একটি ছয়তলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.