সাতক্ষীরার পাটকেলঘাটায় আনন্দ টিভির আঞ্চলিক অফিস ভাংচুর || খুলনার খবর ২৪ ||
খুলনার খবর ২৪|| গতকাল সকাল ১০টায় সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে অবস্থিত আনন্দ টিভির সাতক্ষীরা আঞ্চলিক অফিস ভাংচুর ও সাংবাদিকের কাজের বিভিন্ন ডকুমেন্ট লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে আনন্দ টিভির সাতক্ষীরা দর্শক ফোরামের সভাপতি গাজী আশরাফ বাদী হয়ে পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পাটকেলঘাটা বাজারে অবস্থিত আনন্দ টিভির সাতক্ষীরা আঞ্চলিক অফিসটি আনন্দ টিভির পাশাপাশি সাতক্ষীরা প্রেস ডটকম নামে একটি অনলাইন নিউজ পেপারের অফিস হিসেবে পরিচালিত হয়।
পাটকেলঘাটার তৈলকুড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মৃত জুম্মান মোড়লের ছেলে আবুল কালাম, রিয়াজউদ্দিন মোড়লের ছেলে আয়ুব আলী গাজী, নূর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ও পার্শবর্তী বড়বিল গ্রামের হাসেম আলীর ছেলে ফরিদ হোসেনের নামে বিভিন্ন সময় আনন্দ টিভি ও সাতক্ষীরা প্রেস ডটকম সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
যার ফলস্রুতিতে গতকাল সকালে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরাসহ তাদের সহযোগী আরও ২০/২৫ জন সন্ত্রাসী হামলা কায়দায় আনন্দ টিভির অফিসে ভাংচুর ও ২০টি চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, সাংবাদিকের কাজের বিভিন্ন ডকুমেন্ট লুটপাট করেছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। এসময় অফিসে থাকা আব্দুর রহমান, আক্তার আলী ও আব্দুল গফুর সরদার এলোপাতাড়ি মারধর করে।
No comments
please do not enter any spam link in the comment box.