চোর ধরতে গিয়ে নিহত হলেন মাগুরার কৃষক
খুলনার খবর// গরু চোর ধরতে গিয়ে খুন হলেন মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন (৩৫)।
পুলিশ তার লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে গরু চোর চক্র চোরাইগরু ভর্তি ট্রাকসহ পালিয়ে গেলেও পুলিশ তাদেরকে আটক করতে পারেনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফ হোসেন জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র ট্রাক নিয়ে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে সাহেব আলীর বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে সাহেব আলীর ছেলে নিহত সাজ্জাদ হোসেন মটরসাইকেল নিয়ে ঐ ট্রাকের পিছু নেয়। মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের মধ্যে গরু ভর্তি ট্রাক থামাতে গেলে তাকে ট্রাক চাপায় হত্যা করে চোররা পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.