অভয়নগরে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ
মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগমের স্বামী জিয়াউর রহমান শেখ একই দিনে ২টি কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজির চাল উত্তোরণ করে নিয়ে গেছে বলে বিশ্বস্তসূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে সরেজমিনে অনুসন্ধানের গিয়ে মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগমের স্বামী জিয়াউর রহমান শেখের নামে ২টি কার্ড রয়েছে বলে সত্যতা মেলে। জিয়াউর রহমান শেখের নামে ৮নং ওয়ার্ডে ১টি ও ৯নং ওয়ার্ডে ১টি মোট ২টি কার্ড রয়েছে। তিনি মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগমের স্বামী হওয়ার সুবাদে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ইকরাম হোসেনের প্রতিনিধিদের নিকট থেকে ২টি কার্ডের চাল উত্তোলন করে নিয়ে যায়।
এ ব্যাপারে বান্ধব কর্মসূচির ডিলার ইকরাম হোসেনের প্রতিনিধিরা জানায়, সংশ্লিষ্ট দপ্তর থেকে যে তালিকা দেয়া হয়েছে ওই তালিকা অনুযায়ী তারা চাল দিচ্ছেন। তালিকার বাইরে কোন ব্যক্তিকে কোন সুযোগ দেয়া হয় নি বা হচ্ছে না বলে তারা নিশ্চিত করেন। এ ব্যাপারে ইউপি সদস্য শাহানাজ বেগমের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার স্বামী জিয়াউর রহমান শেখের নামে ১টি কার্ড রয়েছে বলে স্বীকার করেন এবং আরেকটি কার্ড তিনি তার এক নিকট আত্মীয়কে স্বামীর পরিবর্তে প্রদান করেছেন বলে জানান।
এ সময় তাকে আরো একটি প্রশ্ন করা হলে তিনি শুনতে পারছেন না, পরে যোগাযোগ করবেন বলে ফোন কেটে দেয়।
এ ব্যাপারে চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চালের ব্যাপারে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার দায় ওই মহিলা ইউপি সদস্যকেই বহন করতে হবে এবং এ ব্যাপারে তিনি কাউকে ছাড় দিবেন না বলে জানান।
No comments
please do not enter any spam link in the comment box.