Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নওয়াপাড়ায় এককেজি গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় এক কেজি গাজা ও ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সোহেল কাজীকে (৩১) আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সোমবার বিকালে পৌরসভার আমডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 


    আটক মাদক ব্যবসায়ী সোহেল কাজী আমডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: বনী আমিনসহ থানা পুরিশের একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী সোহেল কাজীর আমডাঙ্গা গ্রামের বাড়িতে অভিযান চালায়। 


    অভিযানে তল্লাশী চালিয়ে তার বাড়ির গোপনস্থান থেকে এক কেজি গাজাঁ ও ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সোহেল কাজীকে আটক করা হয়। 


    এ ব্যাপারে অভয়নগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার নং- ০৪, তাং- ০৭/১১/২১ইং। উল্লেখ্য আটক সোহেল কাজী এর আগে পুলিশের হাতে মাদকসহ একাধিক বার আটক হয় এবং অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরপরও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে দেদারছে। তাকে আটক করে জেলা হাজতে পাঠালেও জেল থেকে বেরিয়ে আগের ন্যয় শুরু করে মাদকের ব্যবসা। 


    এতে করে ওই এলাকার উঠতি বয়সের ছেলে, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ জড়িয়ে পড়ছে এই মরণ নেশায়। এলাকাবাসির দাবি তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে এলাকা মাদকমুক্ত করতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad