নওয়াপাড়ায় মানবতার হাত গ্রুপের ত্রান বিতরণ- খুলনার খবর
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মানবতার হাত গ্রুপের সদস্যরা গরিব হতদরিদ্র মানুষের মাঝে ত্রান- সামগ্রী বিতরণ করেছে।
নওয়াপাড়া মডেল স্কুল গেট চত্তরে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সারাফাত মোল্লা, টিটপ সাহা, ফেরদৌস মাহমুদ পিয়াস, তাবাস্মুম আখতার মিতু ও আরও অনেকে। ত্রান - সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও সাবান।
No comments
please do not enter any spam link in the comment box.