কুষ্টিয়ার খোকসায় আতাহার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুস্ঠিত
আশরাফুল ইসলাম, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর উচ্চ বিদ্যালয় এলুমনাই কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ ২০১৫ এর উদ্যোগে মরহুম প্রধান শিক্ষক আতাহার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ ১৬ ই জুলাই রোজ শুক্রবার খেলার উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী খেলায় দক্ষ রেফারি লাইস ম্যান দ্বারা পরিচালিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে শোমসপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।
উক্ত উক্ত টুর্ণামেন্টে প্রথম ম্যাচ হয় ২০১৪ এসএসসি ব্যাচ বনাম ২০২০ এসএসসি ব্যাচ। উক্ত খেলায় ২০১৪ এসএসসি ব্যাচ ১-০ গোলে জয়ী হয়। খেলাটি বিকাল ৪ টায় শুরু হয়।
অপর ম্যাচে ২০১৬ এসএসসি ব্যাচ বনাম ২০১৭ এসএসসি ব্যাচ মুখোমুখি হয়। এই খেলায় ২০১৭ এসএসসি ব্যাচ ২-১ গোলে জয়ী হয়।
এ বিষয়ে শোমসপুর উচ্চ বিদ্যালয় এলুমনাই গ্রুপের এডমিনের সাথে কথা হলে তিনি বলেন , এই টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্দেশ্য সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলা এবং এই খেলার মাধ্যমে খোকসা বাসীর কাছে সমষপুর উচ্চ বিদ্যালয় এলামনাই গ্রুপের অস্তিত্ব তুলে ধরা এর মূল উদ্দেশ্য। এবং সব গ্রুপের সকল সদস্যদের মাঝে ঈদ পূর্ণমিলনী এবং গ্রাম্য ফুটবল খেলাকে জীবিত রাখার উদ্দেশ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে শোমসপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে পরিচয় এবং ভাতৃত্বের বন্ধন তৈরি হবে।
খেলার আয়োজনে ছিলেন ইফতেখার মাসরুর গালিব (এডমিন) শোমসপুর উচ্চ বিদ্যালয় এলুমনাই গ্রুপ এবং সজীব ( গ্রুপ এডমিন) এবং বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য। এছাড়াও ছিলেন,শৌভন মাহমুদ খান( রাতুল)২০০৮ ব্যাচ(সার্বিক পরামর্শ), ইলিয়াস কাইসার গ্রুপ এডমিন, নুর হোসেন সৌরভ ,বোরহান ইশতিয়াক সোহান,আসিফ মাহমুদ ইমন। এছাড়াও এসএসসি এসএসসি ২০১৫ ব্যাচ এর অনেকেই। পাশাপাশি সকল শোমসপুর উচ্চ বিদ্যালয় এসএসসি সকল ব্যাচের শিক্ষার্থীদের অবদান ছিলো।
No comments
please do not enter any spam link in the comment box.