বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার থেকে ১২ বোতল পেন্সিডিলসহ আটক ১
মহিদুল ইসলাম ( শাহীন) বটিয়াঘাটা খুলনা// বটিয়াঘাটা উপজেলায় হরিনটানা থানা কৈয়া বাজার এলাকা থেকে হরিনটানা থানার এস আই মোহাম্মদ দেলোয়ার হোসেন তার সঙ্গীয় অফিসার আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, মোহাম্মদ আরাবিয়া খান সহ সঙ্গীয় ফোর্স আনিছুর সানার ছেলে বুলবুল সানা (৩৫)কে ১২বোতল মাদকসহ হাতেনাতে আটক করে গতকাল শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করেন।যার জিডি নং৪৯২, তারিখ- ০৯/০৭/২০২১ ।
এজাহার সূত্রে জানা যায়, বর্নিত আসামির বাড়ি সাতক্ষীরা জেলার, আশাশুনি থানার,কাটাখালি গ্রামে। সে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ঐদিন সে একটি লাল রঙের রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি মোটরসাইকেল ১৫০ সিসি চালিয়ে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে আসার সময় কৈয়া বাজার চৌরাস্তায় পৌছালে তখন তার মোটরসাইকেলের সিট এর মধ্য থেকে ৬ বোতল কোডিন ফসফেট যুক্ত ভারতীয় ফেনসিডিল এবং তার পরিহিত প্যান্টের পকেটে থেকে ৬ বোতল সর্বমোট ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উক্ত ফেনসিডিল এবং আসামির ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল ইঞ্জিন নং CIG7260970, চেসিস নং-MD624HC12H2G69754 আসামিকে থানা হেফাজতে পাঠানো হয় এসময় সিডিএমএস সার্ভার পর্যালোচনা করে আসামিকে ১০ জুলাই জেলহাজতে প্রেরণ করেছেন হরিনটানা থানা পুলিশ।
বিষয়টি হরিনটানা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন মাদক নির্মূলে খুলনা হরিনটানা থানা বদ্ধপরিকর।
No comments
please do not enter any spam link in the comment box.