Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    কুষ্টিয়ার খোকসায় জমজমাট ঈদ বাজার, কেউ মানছে না স্বাস্থ্যবিধি

    আশরাফুল ইসলাম মিথুন,খোকসা কুস্টিয়া// কুষ্টিয়া খোকসা উপজেলার খোকসা বাজারে জমে উঠেছে ঈদ উৎসব মুখর পরিবেশে কিন্তু কারো মাঝে নেই কোন সচেতনতা বা স্বাস্থ্য বিধি মানার লক্ষণ।


    পবিত্র ঈদ-উল-আযহা এর মাত্র দুই দিন বাকি এই ঈদকে সামনে রেখে সবাই ঈদের কেনাকাটা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি উদ্দেশ্যে বাজারে যান। কিন্তু নেই কোন স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। বেশিরভাগ লোক মাংসবিহীন চলাফেরা করতে দেখা যায়। কুষ্টিয়া বর্তমানে করোনায় আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সেই অনুপাতে খোকসা তেও অনেক করণা রোগী ও করণা আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। ঈদ মুসলিম সমাজে পবিত্র ধর্মীয় অনুষ্ঠান দুই ঈদে মানুষ তাদের ইচ্ছামতো ঈদ শপিং করে থাকে। সে অনুসারে এবারও ঈদ শপিং করতে দেখা গেছে খোকসা বাজারে। 


    অপরদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা যায় বিভিন্ন দোকানির নিজেদের মাঝেও নেই কোনো সামাজিক দূরত্ব , স্বাস্থ্যবিধি, সচেতনতা। এদের বেশির ভাগের মাক্স থাকলেও তারা থুতনি এর নিচে বা পকেটে।


    এ বিষয়ে কিছু ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলে তারা জানান, বর্তমানে ঈদবাজারে লোকসমাগম বেশি যেহেতু ক্রেতা বেশি পরিবেশটাও গরম প্রকৃতির' হয়ে ওঠে ।এক্ষেত্রে মাক্স মুখে রাখা অসম্ভব হয়ে পড়ে।  তারা আরো বলেন, মাক্স পরিধান রত অবস্থায় ক্রেতার সাথে কথোপকথনের জটিলতা সৃষ্টি হয়। এজন্য তারা মাক্স খুলে রাখতে বাধ্য হয়েছেন।


    তারাও চাই সুস্থভাবে বাঁচতে সুস্থভাবে জীবনযাপন করতেন কিন্তু এভাবে কি সুস্থ থাকা যাবে?? মানতে হবে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব এবং থাকতে হবে নিজের মধ্যে সচেতনতা। সবারই তাদের প্রিয়জনের সাথে সুন্দর হোক সেটা জানো করোনার কারণে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে নিজেকে হতে হবে সচেতন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad