বটিয়াঘাটায় ভূমি দস্যুদের দৌরাত্ম্যে ভূমি মালিকরা দিশেহারা-খুলনার খবর
মোঃ ইমরান বটিয়াঘাটা (খুলনা)// ভূমি দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের জন জীবন।
খুলনা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই ইউনিয়নে অবস্থিত । খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) উদ্ধোধন হবার পর থেকে এ ইউনিয়নের গুরুত্ব শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও ভূমি দস্যুদের কাছে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ।
সম্প্রতি জলমা ইউনিয়নের উপর দিয়ে রেললাইনের যাওয়ায় এ ইউনিয়নের জমির মূল্য রাতরাতি আকাশ চুম্বী হয়ে গেছে, যা নিতান্ত নিন্ম মধ্যবিত্ত্বদের কাছে আলাদীনের আশ্চর্য প্রদীপের সামিল ।শহর সংলগ্ন ইউনিয়ন হলেও কৃষিকাজই এখানকার মানুষের প্রধান জীবন জীবিকা।
আর এই জীবন জীবিকার ক্ষেত্র হিসেবে চাষাবাদের জমিতে শিল্পপতি,ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও ভূমিদস্যুদের শ্যেন দৃষ্টি এখনকার মানুষের নিশ্চিত ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে । আর সেই সুযোগ টাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ভূমিদস্যু ক্ষমতাসীন দলের নেতার ছত্র ছায়ায় থেকে জামায়াতে-বিএনপির ভূমি সন্ত্রাসীরা,ভূমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিরিহ মানুষের জমিতে মসজিদ,কবর স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে দখল করে নিচ্ছে ।
এতে করে ধর্মীয় সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের সাধারণ অসহায় মানুষ তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে । ভূক্তভোগী সাধারণ অসহায় মানুষ প্রতিবাদ করতে গেলে তাদের উপর নেমে আসে নানা ধরনের অত্যাচারের খড়গ ও মিথ্যা মামলা হামলা ইত্যাদি। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একটি বেসরকারি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ মোস্তফা বিলালের মালিকানাধীন জলমা ইউনিয়নের রাঙ্গেমারী মৌজাস্ত রেকর্ডিয় জমি স্থানীয় তেঁতুলতলা শান্তিনগর এলাকার জামায়াত বিএনপির ক্যাডার চিহ্নিত ভূমিদস্যু ও অবৈধ দখলবাজ জৈনক মোঃ নূরুল ইসলাম ও তার বাহিনী বৈধ কোন কাগজ পত্র না থাকা সত্ত্বেও মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দখল করার পাঁয়তারা করছে ।
এব্যাপরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিককে মৌখিকভাবে অবগত করলেও বিএনপির দলীয় করোনের কারনে বিষয়টি এড়িয়ে যান । অন্যদিকে এব্যাপারে ভূক্তভোগী প্রতিকার চেয়ে স্থানীয় বটিয়াঘাটা থানাতে প্রথমে অভিযোগ করলেও থানা পুলিশ ভূমিদস্যুদের কালো টাকার কাছে জিম্মি হয়ে পড়েছে । ফলে তার নির্মাণাধীন ভেঙ্গে ফেলে হাজার হাজার টাকার ক্ষতি করে চলেছে । তিনি তার জীবন ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় জিডি দায়ের করেছেন । যার জিডি নং ১১৪৮তাং ২৯/৬/২০২১ । এব্যাপারে ভূক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।
No comments
please do not enter any spam link in the comment box.