যশোর ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল ৩ বোতল বিদেশি মদ ও ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডিবির এসআই চন্দ্র কান্ত গাইন, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বেনাপোল পোর্ট থানাধীন ছোটআচঁড়া মোড়, ঠাকুর পুকুর পাড় এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বড় আঁচড়া গ্রামের মজিদ শেখের দুই ছেলে ফয়সাল শেখ ও শাহীন শেখকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
যার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আটক ফয়সালের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
এদিকে ডিবির এসআই ইদ্রিসুর রহমান,এএসআই শ্যামল সরকার, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম রাত সাড়ে সাতটায় কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট থেকে ওই এলাকার আব্দূল লতিফের ছেলে ওমর ফারুক রাব্বিকে আটক করে।এসময় তার বাড়িতে তল্লাসি চালিয়ে তিন বোতল বিদেশী মদ ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য বাইশ হাজার পাঁচশত টাকা।
অন্যদিকে,রাত নয়টা ৪৫ মিনিটে ডিবির এসআই ইদ্রিসুর রহমান, এএসআই শ্যামল সরকার, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১:৪৫ ঘটিকায় কেশবপুর থানাধীন মঙ্গলকোট বাজারস্থ আয়ান মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাম কৃষ্ণপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃতশাহজাহান গাজীর ছেলে সবুজ হোসেন ও আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রাকিবুল ইসলাম হৃদয় ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য বারো হাজার টাকা।
পৃথক এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.