খুলনায় করোনা টিকাকেন্দ্রেই নেই স্বাস্থ্যবিধির বালাই-খুলনার খবর
খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে টিকা কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যেখানে সামাজিক দূরত্ব মেনে চলা তো দূরের কথা, অনেকের মুখে মাস্কও দেখা যায়নি।
খুলনার মোট পাঁচটি কেন্দ্রে চলছে করোনার টিকাদান কর্মসূচী।যার প্রত্যেকটি সেন্টারে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টিকাদান চলে। এই সময়ের মধ্যে ৮শত’ জনকে তাদের সেবা প্রদান করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মুখে সামজিক দূরত্ব ও বিধি-নিষেধের কথা বললেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।
আজ শনিবার (১৭ জুলাই) সরেজমিনে খুলনা জেনারেল হাসপাতালের করোনা টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্বের কোন বালাই নেই। একে অপরের গায়ের সাথে লেগে লাইনে দাড়িয়ে রয়েছে। কিছু সংখ্যক মানুষের মুখে মাস্ক থাকলেও অধিকাংশের মুখে ছিল না। টিকাকেন্দ্রে টিকা দিতে আসা মানুষকে যে কক্ষে বসতে দেওয়া হচ্ছে সেখানেও প্রচন্ড ভিড়।
অথচ স্বাস্থ্য বিভাগ থেকে বার বার সামাজিক দুরুত্বের নির্দেশনা দেওয়া হলেও মানছে না খোদ স্বাস্হ্য সুরক্ষায় নিয়োজিত ব্যাক্তিরা।
টিকা দিতে আসা মোঃ সফিক হোসেন,কৃষ্ণ নগরের বাসিন্দা জানান, এখানকার পরিবেশ মোটেও ভাল না। গাদাগাদি করে লাইনে দাড়াতে হয়। যেখানে টিকা দেওয়া হচ্ছে সেখানে একই অবস্থা।আবার লাইনে সকাল থেকে অন্য কাউকে দাড় করিয়ে অসুস্থ্যরা আরেক জায়গায় বসে থাকে।যখন তার সিরিয়াল আসে তখন গিয়ে লাইনে দাড়ায়।যার ফলে প্রতি একজনের সাথে অতিরিক্ত আরো একজন আসে ভিড় জমায়। এখান থেকে যদি আমরা সংক্রমিত হয়ে বাড়ি যাই তাহলে আর কেউ রক্ষা পাবে না।
খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মুরাদ হোসেন জানান, আমরা চেষ্টা করছি। মানুষ যদি সচেতন না হয় তাহলে আমরা করব কী। তাছাড়া স্থান স্বল্পতার কারণে হাসপাতালে প্রতিদিন এতো মানুষের গাদাগাদি হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.