যশোরের প্রতিটি উপজেলায় ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধনে খেদমতে খলক ফাউণ্ডেশন
যশোর জেলার প্রতিটি উপজেলায়, করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চালু হলো “খেদমতে খলক ফাউণ্ডেশন”-এর ফ্রি অক্সিজেন সেবা। করোনার প্রথম ধাপ থেকে খুলনা বিভাগ সহ যশোরের প্রতিটি উপজেলায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফন করে আসছেন খেদমতে খলক ফাউণ্ডেশ। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ইয়াহইয়া সাহেব মুহতামীম মাসনা মাদ্রাসা, মনিরামপুর, যশোর। যশোর জেলার কোথাও অক্সিজেন এর প্রয়োজন হলে যোগাযোগ করে “খেদমতে খলক ফাউণ্ডেশন”-এর অক্সিজেন সেবা গ্রহণ করতে পারেন।
যশোর সদর (মাও: আব্দুল লতিফ ০১৭১৬-৯৬৭৬৫০) #মনিরামপুর (জনাব নূরুন্নবী মিন্টু ০১৭১৭-৫০২৬৫৪) #ঝিকরগাছা (মুফতি আকবার হুসাইন ০১৭৫৭-৮৮৭১৮৭) #অভয়নগর (হাঃ মাওঃ শফিউল আলম ০১৭১৮-৭০২৭০৬) #চৌগাছা ( মাওলানা মাহমুদ ০১৭৭৭-২৮৮৮২৭) #কেশবপুর (মাওঃ আবু মুসা সালিম ০১৯২০-৯১৭৪১৪) #বাঘারপাড়া (মাওঃ রশিদ আহমাদ ০১৭৩০-৯১৭০৭১) #শার্শা (মাওঃ হুসাইন সাহেব ০১৯৩৭-২২৫৮৮৫)। এছাড়াও খুলনা বিভাগ সহ যশোর জেলার কোথাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে স্বেচ্ছায় কাফন-দাফন করে আসছেন “খেদমতে খলক ফাউন্ডেশন”।
খুলনা বিভাগ জুড়ে কাফন-দাফনের জন্য যোগাযোগ নং- (০১৯১১-০১৯৭৪৪ মুফতি আজিমুদ্দীন)।
No comments
please do not enter any spam link in the comment box.