খুলনার চারটি হাসপাতালে করোনা ও উপসর্গে গেল ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু
খুলনার খবর// খুলনার চারটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৩জন, খুলনা জেনারেল হাসপাতালে ১জন, গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৫জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, ২০০ শয্যা করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গার আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), আবুল হোসেন (৬৬), দৌলতপুরের মো. আলী আকবার (৬৫), নিরালা এলাকার আব্দুল হাই (৭৫), বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মোশাররফ হোসেন (৯৫)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন- নগরীর ডালমিল মোড়ের রোকেয়া বেগম (৬০) ও বটিয়াঘাটার আলেয়া বেগম (৫৫)।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি।হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৯ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে ৩ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন- নগরীর পূর্ববানিয়াখামার এলাকার মো.মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়া রেজিনা ফাতিমা (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গোকুলখালীর রহিমা খাতুন (৫৫), যশোর কারবালা বামনপাড়া রোডের মর্জিনা রহমান (৫৪) ও যশোর ঝিকরগাছার গদখালির মিসেস বারিছুন্নেসা (৬০)।
No comments
please do not enter any spam link in the comment box.