অভয়নগরের নওয়াপাড়ায় রাষ্ট্রায়ত্ত পাটকল থেকে বিনা অনুমতিতে গাছ কেটে নেওয়ার চেষ্টা হচ্ছে
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগরের নওয়াপাড়ার বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল " কার্পেটিং জুট মিল " থেকে বিনা পাশে গাছের গুড়ি কেটে বের করে নেওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ একচক্র।
ইতিমধ্যে কার্পেটিং জুট মিলের একটি সিন্ডিকেট কাঠাল গাছের গুড়ি কেটে বাইরে বের করতে যায় গেটে আসলে মিলের নিরাপত্তা প্রহরীরা গেট পাশ চায়। তারা সেটা দেখাতে না পারায় তাদের মধ্যে বাকবিতর্ক হয়।পরে সেই সিন্ডিকেট প্রশাসনিক কর্মকর্তার মৌখিক অনুমতির ব্যবস্থা করে।কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা বলেন বৈধ কাগজপত্র ছাড়া মিলের কোন জিনিস বাইরে যাবে না।
এদিকে এ বিষয় নিয়ে উর্ধতন কর্মকর্তাদের নিকট জানালে তারা বিষয়টি সামান্য বিষয় বলে উড়িয়ে দেন।তাই রাষ্ট্রায়ত্ত পাটকলের সম্পদ রক্ষায় মিলের সম্মিলিত নাগরীক পরিষদের সরকারের নিকট দাবি অতিশীঘ্রই যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। তা না হলে মিলের কোন সম্পদই রক্ষা করা সম্ভব নয়।
No comments
please do not enter any spam link in the comment box.