অভয়নগরে যৌতুকের দাবিতে ৭মাসের অন্তঃসত্ত্বাকে নির্যাতন, মূমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগরে স্বামী - শাশুড়ী কতৃক আশা খাতুন (২৪) নামে এক গৃহবধূর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মশরহাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নির্যাতিতা নারী এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
নির্যাতিতার মা দৈনিক খুলনার খবরের প্রতিনিধিকে জানায়, ৩ বছর আগে বসুন্দিয়ার জজ্ঞলবাধাল গ্রামের তৈয়ব আলির ছেলে আখের আলির (৩০) সাথে আশা খাতুনের বিয়ে হয়।
জামাই আখের আলি অন্যের পিকআপ ভাড়া চালাতো।বিয়ের কিছুদিন পর থেকেই আশা খাতুনকে পিকাপ কিনবে বলে টাকার চাপ দেয় তার স্বামী আখের আলি। তাকে কিছুদিন পরপর টাকা নিতে বাপেরবাড়ি পাঠিয়ে দিতো।আশার বাবা-মা ইতিমধ্যে বেশকিছু টাকাও দিয়েছে তাদের জামাইকে।
আশার মা আরও বলেন, তার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা জেনেও তারা তাকে নির্যাতন করতে দ্বিধাবোধ করেনি।এ অবস্থায় আশাকে তার স্বামী প্রচুর পরিমাণে মারধর করে এবং তার তলপেটে লাথি মারে।ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
এ পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা আশংকাজনক।
আশার মা অভয়নগর থানায় এ বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.