বটিয়াঘাটায় কাজীবাছা নদীতে বেঁড়জালে বড় বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে- খুলনার খবর
মোঃ ইমরান বটিয়াঘাটা , খুলনা// খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীতে গতকাল (২৫ জুলাই) রবিবার বিকাল সাড়ে পাঁচটায় বেঁড়জালে (কুনাজাল) বিশাল আকৃতির ৩ টি দেশিয় পাঙ্গাস মাছ ধরা পড়েছে ।
গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন নদ- নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময় কাল শেষ হবার দুই দিনের মাথায় ২৫ জুলাই উক্ত পাঙ্গাস ৩ টি বেঁড়জালে ধরা পড়ে ।
ধৃত জেলে সদস্য দেবেন রায় জানান, পাঙ্গস ৩ টির ওজন প্রায় ১মন এবং আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা । ধৃতজেলেদের নেতা নির্মল মল্লিক জানান, প্রতি বছর আমাদের বেঁড়জালে ( কুনাজাল ) পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ ধরা না পড়লেও প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ ধরা পড়ে । তবে ইলিশ মৌসুমের শুরুতেই পাঙ্গাস মাছ ধরা পড়াতে আমরা খুব খুশি হয়েছি । আসা করছি এবছর ইলিশ মৌসুমে প্রচুর ইলিশ মাছ ও পাঙ্গাস মাছ জালে ধরা পড়বে এবং আমরা অনেক লাভবান হবো ।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাঙ্গাস মাছ ৩ টি এক নজরে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় । পাশাপাশি উপজেলার অন্যান্য জেলেরা জাল-নৌকা দ্রুত প্রস্তূত করা আরম্ভ করেছে ।
No comments
please do not enter any spam link in the comment box.