খুলনা বটিয়াঘাটার সাংবাদিক অমলকে জীবন নাশের হুমকি -থানায় জিডি , প্রেসক্লাবের নিন্দা
মহিদুল ইসলাম ( শাহীন) বটিয়াঘাটা খুলনা,// বটিয়াঘাটা প্রেসক্লাব সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস কে জীবন নাশের হুমকি দিয়েছ একদল দূবৃত্ত। গত ১৫ জুলাই বৃহস্পতিবার খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের উত্তর শৈলমারীতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সাংবাদিক অমলেন্দু বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। যার নং ৬৫৪,তারিখ-১৭/০৭/২০২১।
জিডি সূত্রে জানাযায়, ঘটনার দিন সকাল ১০টার সময় ভূক্তভোগী তার ভাড়াকৃত পুকুরে জেলে নিয়ে মাছ ধরতে গেলে ঐ পুকুর পাড়ের মৃত: কিশলয় মল্লিকের ছেলে শীর্ষ সন্ত্রাসী মৃন্ময় মল্লিক ও তার স্ত্রী সূচিত্রা মল্লিক,মৃত খগেন্দ্র নাথ বৈরাগীর ছেলে নিত্যানন্দ বৈরাগী,ও মৃত: নারায়ণ মন্ডলের ছেলে অমল মন্ডল সহ সন্ত্রাসীরা দা,কুড়াল,চাপাতি ও লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে। এসময় সন্ত্রাসীরা অমলেন্দু বিশ্বাস ও তার ছেলে প্রদ্যুৎ বিশ্বাস কে জীবন নাশের হুমকি দেয়। ফলে শান্তিপ্রিয় এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এব্যপারে ভূক্তভোগী সংবাদিক প্রশাসনের উধ্বতন কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্য দিকে প্রেসক্লাব সহ সভাপতিকে জীবন নাশের হুমকি দেওয়ায় ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন। সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানাসহ প্রেসক্লাব সকল সাংবাদিকবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.