মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ভূমিহীনদের সরকার বিনামুল্যে দিচ্ছে ঘর
মুন্সী মোয়াজ্জেম হোসেন,শালিখা থানা প্রতিনিধি,মাগুরা//চলতি বছরের শুরুতে ৭০ হাজার পরিবারকে দিয়েছেন ঘর। ৫৬ হাজার ঘর বর্গমাইল জুড়ে মিলছে ২ শতক জমির মালিকানা এবং সুন্দর একখানা ঘর,ঠিক সেই সুবাদে মাগুরা জেলার,শালিখা থানায় সোনাকুড় গ্রামে চিত্রানদীর পাড়ে মনোরম পরিবেশে তৈরি হয়েছে ভূমিহীনদের জন্য শান্তির নীড়।আজ এই ঘর ও আশ্রয় পরিদর্শনে আসেন বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময়ে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা ডি সি. ডক্টর মোঃ আশরাফুল আলম সাহেব,টিএনও গোলাম মোহাম্মদ বাতেন সাহেব,উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন সাহেব,স্হানীয় মেম্বর শরিফুল ইসলাম, ও আরো অনেকে এবং ইত্তেফাক, যুগান্তর, ভোরের কথা,মাগুরা কথা,বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
এসময় ডিসি মহোদয় আশ্রয় ভোগীদের কাছে জানতে চান ঘর পেয়ে তাদের অনুভূতি কি।আশ্রয় ভোগীরা জানায় আমরা এমন আশ্রয় পাবো কখনো স্বপ্নেও ভাবিনি। তারা বাংলাদেশ সরকারকে প্রানখুলে দোয়া করেন, আরো বলেন এখন থেকে আমরা নতুন করে জীবনকে গুছিয়ে নিতে পারবো।ডিসি মহোদয় ও তাদের একসাথে মিলেমিশে থাকার নির্দেশ দেন।
যাদের কোন আশ্রয় ছিলনা সরকারের পক্ষ থেকে আশ্রয় পেয়ে নতুন করে বাচার স্বপ্ন দেখছে এসকল ছিন্নমুল মানুষ।মুজিব বর্ষে সরকারের একটাই অঙ্গিকার দেশে একটা পরিবারও ভূমিহীন থাকবে না
No comments
please do not enter any spam link in the comment box.