অভয়নগরে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন- খুলনার খবর
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // অভয়নগর উপজেলার চলশিয়া ইউনিয়নে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসী মানববন্ধন করেছে।
উপজেলার চলশিয়া ইউনিয়নের চলশিয়া - বাগদা বিলের একমাত্র সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতশত নারী - পুরুষ, শিশুরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। উক্ত বিল সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন বাগদা-চলশিয়া বিলের একমাত্র সরকারি খালটি কিছু প্রভাবশালি মৎস্য ঘের মালিকেরা অবৈধভাবে দখল করে বসে আছে।
দশ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খালটি সুকৌশলে নেট-পাটা, বালুর বস্তা দিয়ে বাধ দিয়ে রাখা হয়েছে।বিভিন্ন কালভার্টের মুখ বন্ধ করে রাখা হয়েছে।
পানিপ্রবাহ বন্ধ হওয়ায় ওই এলাকার মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। বন্ধ হয়ে গেছে মৎস্য চাষ।যশোর পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বরাবর অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা।
ঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগ নেতা আনোয়ার হোসেন সরদার, সাংস্কৃতিক কর্মী গাজী ইকবাল কবীর, কৃষকলীগ নেতা সানা আব্দুর রাজ্জাক, গৃহিণী প্রতীভা রায় প্রমুখ।
তাদের একটায় কথা অচিরেই যদি এ সমস্যার সমাধান না করা হয় তাহলে এ আন্দোলন আরও জোরদার করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.