ডুমুরিয়ায় করোনা রোগীর বাড়ি গিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন- খুলনার খবর
রহমতউল্যাহ আকুঞ্জী,ডুমুরিয়া // স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে দেশের মানুষের চরম চিকিৎসা সংকট কাটাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর ফ্রি চিকিৎসা দিয়ে চলেছেন এক মানব দরদী মানুষ ডাঃ এমএ হুসাইন।
শওকত মোল্লা স্মৃতি সেবা সংসদের প্রস্তাবনায় এবং "রক্তের বন্ধন পরিবার ও আলোকিত আন্দুলিয়ার সার্বিক তত্ত্বাবধানে,ডুমুরিয়া উপজেলার ভিতরে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা,ঔষধ,অক্রিজেন সহ চলছে জরুরী সেবা।
শওকত মোল্যা স্মৃতি সেবা সংসদ এর সাধারন সম্পাদক মো এনামুল হক বলেন, আপনার করোনা হয়েছে? আতঙ্কিত হবেন না। চিকিৎসা নিন। পরিবার থেকে আলাদা হয়ে হোম কোয়ারেন্টাইন এ থাকুন। প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ডাক্তার পৌছে যাবে আপনার বাড়ি।
দয়াকরে রোগ গোপন করে নিজেকে,নিজের পরিবারকে, সমাজকে হুমকির মুখে ফেলবেন না।
মোবাইল নং সমৃহ আক্তারুল আলম সুমন-01921500159
মোঃ এনামুল হক-0 1918-610985
আবু হানিফ আকুন্জী-0 1316-479548
আরিফ খান (ডুমুরিয়া)-01401-986104
ইমরান হুসাইন-01711-384191
ইমদাদুল হক (শরাফপুর)-01982-476567
No comments
please do not enter any spam link in the comment box.