মাগুরায় স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত- খুলনার খবর
খুলনার খবর// মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ছুরিকাঘাতে নবম শ্রেণির কাজী গোলাম রসুল (১৫)নামের এক ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।সে বেরইলপলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।নিহত স্কুল ছাত্র কাজী গোলাম রসুল বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রসুল ঘটনার সময় রাত সাড়ে আটটার দিকে বেরইলপলিতা দক্ষিণ পাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে রসুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই রসুলের মৃত্যু হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রসুলের মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে, অনলাইনে গেম খেলা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.