অভয়নগরে নিম্নমানের সারঞ্জাম দিয়ে ব্রীজ নির্মাণ, ভেঙে দিলেন এলজিইডি কর্মকর্তা
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলা এলজিইডি দপ্তরকে না জানিয়ে নিম্নমানের সারঞ্জাম দিয়ে ব্রীজ নির্মাণ করার অভিযোগে সরেজমিনে হাজির হয়ে অভয়নগরের মাগুরা বাজারে প্রবেশমুখের ব্রীজের কিছু অংশ ভেঙে দিয়েছেন উপজেলা এলজিইডি কর্মকর্তা শ্যামল কুমার।
২০১৯ সালের মাঝামাঝি সময়ে জাকাউল্লা নামে এক ঠিকাদার অভয়নগরের প্রেমবাগ থেকে মনিরামপুর অভিমুখী প্রধান সড়কের মাগুরা বাজারে প্রবেশমুখের ব্রীজের নির্মাণ টেন্ডার পান।
প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচলের এই প্রধান সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকায় মানুষের দূর্ভোগ উঠেছে চরমে।
গত মাসে ব্রীজের মুল কাঠামো দন্ডায়মান হলে সাধারণ মানুষ ও ছোট যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ব্রীজের বাকি কাজ চলমান থাকে।
কিন্তু ইতিমধ্যে অভয়নগর উপজেলা এলজিইডি কর্মকর্তা শ্যামল কুমার সেখানে পরিদর্শনে জান। তিনি পরিদর্শন শেষে এক পর্যায়ে ব্রীজের কিছু অংশ ভেঙে ফেলার অনুমতি দেন। তাৎক্ষণিক ভাবে ব্রীজের রেলিং সহ কিছু অংশ ভেঙে ফেলা হয় এবং তার চলমান কাজ বন্ধ রাখার অনুমতি দেন।
কারণ জানতে চাইলে তিনি বলেন, এলজিইডির অনুমতি ছাড়া সেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে তাই এই নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন, এ বিষয়ে আমাকে জানানো হয়েছে। ব্রীজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ব্রীজের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে এবং সাময়িক ভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.