অভয়নগরের নওয়াপাড়ায় শুরু হয়েছে ওএমএস কার্যক্রম ক্রেতাদের লম্বা লাইন
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // করোনা মহামারিতে সবথেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।তাদের দেখা দিচ্ছে খাদ্য সংকট।
এসব নিম্ন আয়ের মানুষের খাদ্য সংকট দূর করতে ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরে পরিচালিত ওএমএস এর মাধ্যমে চাল-আটা বিক্রই কার্যক্রম শুরু করেছে। ওএমএস কর্মসূচির প্রতি কেজি চালের মুল্য ৩০ টাকা ও আটার মুল্য ১৮ টাকা।
ডিলার প্রতিদিন ৫শত জনের কাছে ১৫০০শ কেজি চাল ও ১০০০ কেজি আটা বিক্রি করতে পারবেনা বলে জানান ওএমএস ডিলার গোলাম জহিরুল হক লিখন।
আজ সকালে নওয়াপাড়া বাজারের কলা হাটায় অবস্থিত ওএমএস ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়ে সরেজমিনে দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন।
তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও খালি হাতে ফেরত যেতে হচ্ছে। তবে ক্রেতাদের কাছ থেকে জানা যায় ওএমএস এর চাল-আটার মান খুব ভালো।
নওয়াপাড়ায় মোট ৪জন ডিলারের মাধ্যমে সকাল ৮টা থেকে ওএমএস এর চাল-আটা বিক্রি করা হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.