কোরবানীর পশুরহাটে বয়স্ক ও শিশুদের প্রবেশ নিষেধ,কেসিসির ব্যাপক প্রস্তুতি-খুলনার খবর
খুলনার খবর// খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট সফল করতে বিশাল কর্মযজ্ঞ শুরু করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট বসবে।
সপ্তাহ ব্যাপী এ হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না।
পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থাপনা থাকবে।
এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
আগামী ১৫ জুলাই এই কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হবে।পশুরহাট প্রস্তুত করতে দিন রাত কাজ করে চলেছে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। একই সাথে চলছে পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিস্কারের কাজ। বিভিন্ন পশুর হাটে চলছে প্রচার প্রচারণা। দু’টি ইজিবাইকে নগরীতে চলছে মাইকিং। হাসিল ঘর, অফিস, চিকিৎসা কেন্দ্রসহ সংশ্লিষ্ট ঘর তৈরীতে চলেছে ডেকোরেশনের কাজ। হাটের প্রচারণার জন্য করা হয়েছে পোস্টার, লিফলেট ও ব্যানার।
এদিকে কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপনকে আহবায়ক ও ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে সদস্য সচিব করে পশুর হাট পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশুর হাটে আগতদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও জীবাণুনাশক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা বিধান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মেয়র আগামী ১৪ জুলাই তিনি চিকিৎসা শেষে খুলনায় আসবেন এবং ১৫ জুলাই হাট উদ্বোধন করবেন। করোনাকালিন সংকটকে মাথায় রেখে সব কিছু করা হচ্ছে।www.Kcchaat.com এই অনলাইনের মাধ্যমেও পশু ক্রয় এবং বিক্রয় করা যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.