Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়ায় গরু চুরি করে পালানোর সময় তিন চোর আটক

    মোঃ রহমাতুল্লাহ আকুন্জী,ডুমুরিয়া// আজ শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় ডুমুরিয়া থানাধীন বেতাগ্রামস্থ  আব্দুল ওয়াদুদ মজুমদার এর গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ গরু চোরকে গ্রামবাসী ধরে  থানা পুলিশের কাছে সোপর্দ করে।

    আটককৃতরা হলো,মোঃ আবু বক্কর শেখ (৪৪), পিতা- মোঃ মুরাদ আলী শেখ, গ্রাম- রনজিতের হুলা, থানা- বটিয়াঘাটা, জেলা -খুলনা।মোঃ জনি শেখ হাসান (৩০), পিতা- মোঃ ওহিদ শেখ, গ্রাম- তালবুনিয়া, থানা- রামপাল, জেলা -বাগেরহাট।মোঃ মিজান শেখ (৩৫), পিতা- মৃত: এসকেন শেখ, গ্রাম- ইসলামাবাদ, থানা- রামপাল, জেলা -বাগেরহাট।

    তাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad