পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত,থানায় মামলা
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি\ খুলনার পাইকগাছা উপজেলার ফতেপুর এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছে।
আহতরা বর্তমানে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক ৩ টার দিকে। এ ঘটনায় মো: আরেজ আলী সরদার বাদী হয়ে মো: আব্দুস সবুর সরদার ওরফে বোমা সবুরকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখপূর্বক ১৭ জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি মামলা করেছেন। যার নং-১৪,তারিখ ১৪/০৭/২১।
মামলায় বলা হয়, তাদের সাথে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। একপর্যায়ে তারা বসতবাড়ির দখল নিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানিসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি জিডি করেন। যার নং-৭৯৭,তারিখ ১৪/০৬/২১। তাদের বিরুদ্ধে জিডির খবরে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে তারা সবুর, ফজলু, দিদারুল, কাসেদ, সাদ্দাম, ইরান, মুরাদ, আয়ুব আলী, মোসাব্বির, সাব্বিরসহ ১৬/১৭ জন স্ব-দলবলে মঙ্গলবার (১৩ জুলাই) বেলা আনুমানিক ৩টার দিকে সসস্ত্র অবস্থায় দা,শাবল,লাঠি.লোহার রড ও হাতুড়ি নিয়ে তাদের বাড়িতে ঢুকে লোকজনের উপর মারপিট শুরু করে। এসময় ফরহাদ সরদারের ছেলে নুর আলম সরদার তাদের ঠেকাতে গেলে তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহতকরে। এসময় তারা বাড়ির মহিলাসহ অন্তত ৬ জনকে আহত করে।
মামলার বাদী আরেজ আলী আরো জানান, মারপিটের একপর্যায়ে তারা তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ও পরে ঘরে ঢুকে বাক্স থেকে দাদনে নেয়া আরো ২ লক্ষ টাকা লুট করে। আ: রহমান মালীর স্ত্রী ফিরোজা বেগমকে পিটিয়ে আহত করে এবং পরনের শাড়ী খুলে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় তারা তার কানের স্বর্ণের দুল ছিড়ে নেয়। এক পর্যায়ে তারা তাদের ঘরের ঘেরা-বেড়া ভাংচুর করতে থাকে। এসময় তাদের আতচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। এসময় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সর্বশেষ ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.