Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় পিতা ও ছেলের অভিভাবকসহ পুরোহিতকে জরিমানা


    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি // খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর  ইউনিয়নের হিতামপুর  গ্রামের বাসুদেব বিশ্বাস তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের নারদ বিশ্বাসের ছেলে গৌতম বিশ্বাসের সাথে কঠোর লকডাউনের সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন করেন। বুধবার সন্ধ্যায় পুরোহিতের উপস্থিতিতে হিন্দু রীতি অনুসারে মেয়ের পিতার বাড়িতে এ বিবাহ সম্পন্ন হয়।

    খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য আব্দুস সামাদ মেয়ের পিতা, ছেলের অভিভাবক ও পুরোহিতকে  বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে নিয়ে আসেন।

    পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিবাহ সম্পন্ন করার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে "বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭" এর ০৮ ধারা মোতাবেক মেয়ের পিতা ও ছেলের অভিভাবককে ২০০০(দুই হাজার) টাকা জরিমানা করেন যার মামলা নং ২৬৪/২০২১; তারিখঃ ২৮/০৭/২০২১ এবং পুরোহিত স্বপন ব্যানার্জীকে একই আইনের ০৯ ধারা মোতাবেক ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা করেন যার মামলা নং ২৬৫/২০২১

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad