খুলনার দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত-খুলনার খবর
গতকাল রবিবার (২৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াসিন মোল্যাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তার আত্নীয় স্বজন উত্তর চন্দনীমহল গাজী পাড়া থেকে তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ইয়াসিন মোল্যা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ মোল্যার ভাই এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা হালিমের সমর্থক। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করা হচ্ছে। নিহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং আতংক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধূরী, ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.