বাগেরহাটে খানজাহান আলী (রহঃ) এর মাজার দিঘীর অসুস্থ কুমিরের চিকিৎসা শুরু- খুলনার খবর
খুলনার খবর// বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলী (রহঃ) এর মাজার সংলগ্ন দিঘীর অসুস্থ কুমির মাদ্রাজের চিকিৎসা শুরু হয়েছে।গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের তত্ত্বাবধায়নে দিঘীর শানবান্ধা ঘাটে এই চিকিৎসা কাযর্ক্রম শুরু হয়।
এর আগে সুন্দরবন পূর্ববন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের পরামর্শে স্থানীয়দের সহায়তায় দিঘী থেকে কুমিরটিকে উপরে ওঠানো হয়।পরে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান এবং করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর কুমিরটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।
কুমিরটিকে সুস্থ করতে তাৎক্ষনিক ভাবে বেশ কিছু ওষুধ প্রয়োগ করা হয়।পর্যবেক্ষণের জন্য কুমিরটিকে আগামী দশ দিন দিঘী সংলগ্ন একটি বাড়িতে রাখা হবে।
বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান বলেন, কুমিরটিকে উপরে উঠানোর পরে আমরা তাৎক্ষনিক কিছু ওষুধ প্রয়োগ করেছি।কুমিরটি এখন মোটামুটি সুস্থ রয়েছে। তবে কুমিরটির চোখ বেশ ক্ষতিগ্রস্ত।আমরা আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।
খানজাহান আলী রহঃ এর মাজারের খাদেম ফকির মিজানুর রহমান ও ফকির শের আলী বলেন, মিঠা পানির কুমির খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘী সহ বাগেরহাটের একটি ঐতিহ্য।বেশ কিছুদিন ধরে কুমিরটি অসুস্থ ছিলো। আমরা জেলা প্রশাসক মহোদয়, প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম। আজকে কুমিরটির চিকিৎসা শুরু হয়েছে।আশা করি কুমিরটি দ্রুত সুস্থ হয়ে যাবে।
উল্লেখ্য,গত ১২ জুন কুমিরটি অসুস্থ হয়ে পড়ে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে প্রানি সম্পদ কর্মকর্তা কুমিরটিকে দেখতে আসলেও পানিতে থাকার কারণে চিকিৎসা দিতে পারেননি।সকলের চেষ্টায় উপরে ওঠানোর পরে কুমিরের চিকিৎসা শুরু করেছেন প্রাণিসম্পদ দপ্তর।
No comments
please do not enter any spam link in the comment box.