নওয়াপাড়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্নহত্যা- খুলনার খবর
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // শিল্প শহর নওয়াপাড়ায় তুচ্ছ ঘটনায় স্ত্রীর উপর অভিমান করে মোঃ সানা (৩৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন।
গতকাল বুধবার সকালে পৌরসভার ৭ং ওয়ার্ডের সিরাজকাটি গ্রামে রবিউল ইসলামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের স্ত্রী কাকলি বেগম জানান, দীর্ঘদিন যাবৎ সিরাজকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে আমরা বসবাস করি।আমার স্বামী দিনমুজুরের কাজ করতেন।
অভাব অনটনের কারণে আমি নওয়াপাড়ার একটি চামড়ার মিলে শ্রমিকের কাজ করার প্রস্তাব দিলে এ বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়।ঘটনাটি জানতে পেরে আমার মামা আমাকে আর আমাদের মেয়েকে নিয়ে তার বাড়ি নিয়ে যান।
গতকাল সকালে পুলিশ ফোন করলে জানতে পারি আমার স্বামী গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছেন।মৃত মোছা সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার টেকা রামচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
No comments
please do not enter any spam link in the comment box.