Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলায় টানা বর্ষনে প্লাবিত বিভিন্ন এলাকা- খুলনার খবর

    কামরুজ্জামান টুকু,মোংলা// চলতি নিম্নচাপে স্বাভাবিকের তুলনায় ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সুন্দরবনের নদ-নদী ও মোংলার পশুর নদে। নদীর পানি কূল ছাপিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করায় এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন ও তার আশপাশের এলাকা।


    অপরদিকে,পশুর নদের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে মোংলার কানাইনগর, কাইনমারী, চিলা, সিন্দুরতলা, জয়মনি, বুড়িরডাঙ্গাসহ বিভিন্ন এলাকা। অস্বাভাবিক জোয়ারের পানিতে জলমগ্ন হয়ে গেছে পশুর নদের পাড়ের ওইসব এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট,চিংড়িঘের,পুকুর,পশুখামারসহ আরো অনেক স্থাপনা।

    আকস্মিক নদীর পানি বেড়ে সুন্দরবন ও উপকূলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোয়ারের পানি ঢুকে এলাকার প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, বেড়িবাঁধ থাকলেও তা সংস্কার না করায় জোয়ারের পানি ঢুকে এলাকার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ভেসে গেছে। অনেক ঘরের চুলায় রান্না করা সম্ভব হয়নি। এলাকাবাসীর একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ চাই।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad