Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সন্ধ্যা হলেই নগরীর বিভিন্ন পয়েন্টে জমে উঠে তরুন-তরুনীর আড্ডাবাজি-খুলনার খবর

    খুলনার খবর// খুলনার বিভিন্ন এলাকার অলি-গলি,রয়্যালমোড় সাতরাস্তা মোড়,সোনাডাঙ্গা,খুলনা জজকোর্টের মোড়সহ বিভিন্ন স্থানে করোনাকালে সন্ধ্যার পর উঠতি বয়সীদের আড্ডার নিরাপদ জায়গায় পরিণত হয়েছে।


    গতকাল রোববার ২৫ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে দেখা গেছে এক ডজনেরও বেশি মোটর সাইকেলে এসে তরুণ-যুবকেরা আয়েশ করে আড্ডা দিচ্ছে।পাশেই গোপনে খোলা থাকা কয়েকটি চায়ের দোকানও।

    করোনার কঠোর লকডাউনের মধ্যে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে চা সিগারেটের এ আড্ডা।বিষয়টার দিকে পুলিশ খুব একটা নজর দেয়না।

    গতকাল সরেজমিনে এ অভিযোগের সত্যতা মিলেছে।করোনার এ ক্রান্তিলগ্নে প্রকাশ্যে এ ধরণের জনসমাগম ও আড্ডা করোনার ঝুঁকিকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

    এ বিষয়ে পুলিশের দায়িত্ব প্রাপ্ত একজন কর্মকর্তা জানান,খুব শিঘ্রই এ বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad