সাতক্ষীরায় চলমান বিধি-নিষেধ আরো সাতদিন বাড়লো-খুলনার খবর
খুলনার খবর|| সাতক্ষীরায় করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান কঠোর বিধি-নিষেধ আরো সাতদিন বাড়িয়েছে জেলা প্রশাসন।আগামীকাল শুক্রবার ১১ জুন থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আজ বৃহস্পতিবার (১০জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, প্রথম ধাপে সাতক্ষীরায় সাতদিন লকডাউন ঘোষণা করা হয়। তবে এ সময়ে করোনার ঊর্ধ্বগতি না কমায় চলমান লকডাউন আরো সাতদিন বাড়ানো হয়েছে।একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.